মঙ্গলবারও সাংসদদের (Parliament) বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে উত্তাল সংসদের দুই কক্ষ। ওয়াক আউট (Walk Out করল তৃণমূল সহ সব বিরোধী দল। দুপুর দুটো পর্যন্ত মুলতবি লোকসভা। বহিষ্কারের সিদ্ধান্তে অটল থাকলেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu)।
বহিষ্কার নিয়ে শীতকালীন অধিবেশনের প্রথম দিনই বিক্ষোভ দেখায় বিরোধীরা। বিরোধীদের দাবি, সাংসদদের বহিষ্কারের সিদ্ধান্ত সম্পূর্ণ অগণতান্ত্রিক। এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। মঙ্গলবার এই নিয়ে সংসদে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিরোধীরা। ভেঙ্কাইয়া নাইডু বলেন, "বাদল অধিবেশনে খারাপ অভিজ্ঞতা হয়েছিল। যা এখনও আমাদের তাড়া করে বেড়াচ্ছে। কোথাও আশা ছিল, গত অধিবেশনের জন্য অনুতপ্ত হবে বিরোধীরা। কিন্তু সেরকম কিছুই হয়নি।"
বহিষ্কৃত সাংসদদের মধ্যে ৬ জন কংগ্রেসের। তৃণমূল ও শিবসেনার ২ জন সাংসদ আছেন। বামদলের মোট দুজন সাংসদ আছে এই তালিকায়। বাদল অধিবেশনে ১২ জন বিরোধী নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। শীতকালীন অধিবেশনে এই সাংসদরা অধিবেশনে যোগ দিতে পারবেন না।