বাংলা থেকে খালি হওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন (Rajya Sabha Bypolls )। আগামী ২৯ নভেম্বর রাজ্যসভার আসনে উপনির্বাচন। ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট হবে। বাংলার পাশাপাশি কেরলের একটি আসনেও একইদিনে উপনির্বাচন।
BJP: টার্গেট ২০২৪! লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির পাখির চোখ ২৫ আসন
কিছুদিন আগেই দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে উপনির্বাচন হয়। তাতে সহজ জয় পায় তৃণমূল।।প্রাক্তন আমলা জহর সরকারকে রাজ্যসভায় পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়।।ফের আরেকটি রাজ্যসভা উপনির্বাচনের সামনে বাংলা।