দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল রণবীর সিং(Ranveer Singh) অভিনীত ৮৩(83)-এর টিজার । শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম ঝলক শেয়ার করলেন রণবীর সিং । আগামী ৩০ নভেম্বর মুক্তি পাবে ছবির ট্রেলার ।
এই এক মিনিটের টিজারে দর্শকরা ফিরে যাবেন ১৯৮৩-র ২৫ জুনের ভারত-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ ম্যাচের(World Cup) সেই ঐতিহাসিক মুহূর্তে । লডর্সের ক্রিকেট স্টেডিয়াম । মাঠে ভিভ রিচার্ডসের ক্যাচ ধরতে প্রাণপণে দৌড়াচ্ছেন কপিল দেব(Kapil Dev) । কপিল দেবের এই দুর্ধর্ষ ক্যাচই প্রথম বিশ্বকাপ জিতিয়েছিল ভারতকে । রূপোলি পর্দায় আরও একবার সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষ্মী হতে চলেছে গোটা দেশ ।
আরও পড়ুন, Priyanka Chopra: আর 'জোনাস' নয়, ইন্সটায় নিজের নাম বদলালেন প্রিয়াঙ্কা চোপড়া
কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিং-কে । কপিল দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোণ(Deepika Padukone) । এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পঙ্কজ ত্রিপাঠি, বোমান ইরানি, তাহির রাজ ভাসিন । আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে '৮৩'