কলকাতা পুরসভার (KMC) বেহালা ১৩১ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী পল্লীতে শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) বেশকিছু পতাকা এবং ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএম কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী রত্না চ্যাটার্জীর (Ratna Chatterjee) হোডিং ছিঁড়ে ফেলা হয়েছে। স্থানীয় তৃণমূল এবং রত্নার অভিযোগ সিপিআইএম-এর বিরুদ্ধে। যদিও তা মানতে নারাজ বামেরা।
BJP: পুরসভা নির্বাচনে আগে ছন্নছাড়া গেরুয়া শিবির, বেপাত্তা হেভিওয়েট নেতারা
বেহালা পূর্ব বিধানসভার বিধায়িকা তথা ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জীর অভিযোগ সিপিআইএম সমর্থকরাই এই কাজটি করেছেন। তাঁর দাবি, তৃণমূলের শক্তি অনেক বেশি। কিন্তু তারা এমন কোনও কাজ করতে চান না। সিপিএম প্রার্থীর কাছে তাঁর আবেদন, এলাকায় উত্তেজনা যাতে তৈরি না হয়, তা সকলেরই নজরে রাখা উচিত।