তরুণ দেবদত্ত পড়িক্কলের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে রাজস্থান রয়্যালসকে উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁকে যোগ্য সঙ্গত করলেন বিরাট কোহলি। বৃস্পতিবার রাজস্থানের ১৭৭/৯ তাড়া করতে নেমে ২১ বল আগে লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। বিধ্বংসী ওপেনিং জুটিতে ১৮১ রান তুলে ফেললেন কোহলি ও পড়িক্কল। মাত্র ৫২ বলে ১০১ রান করে অপরাজিত রইলেন দেবদত্ত। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। ধ্বংসলীলায় কোহলিকেও যেন ছাপিয়ে গেলেন তাঁর সতীর্থ। কোহলি ৪৭ বলে ৭২ রানে ক্রিজে ছিলেন। ৬টি চার ও তিনটি ছক্কা মেরেছেন আরসিবি অধিনায়ক। রাজস্থান বোলারদের মধ্যে কেউই বলার মতো কিছু করেননি। আইপিএলে প্রথম চারটি ম্যাচেই জিতে রেকর্ড গড়ল বেঙ্গালুরু।