প্রথমে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। তারপরেই রাজস্থান রয়্যালস। পর পর দু'ম্যাচে জয়। আমিরশাহি-পর্বে ছুটছে বিরাট কোহলীর দল RCB। বুধবার রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলল বিরাট বাহিনী। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট হল তাদের। অন্যদিকে, প্লে-অফের রাস্তা আরও কঠিন হচ্ছে রাজস্থানের কাছে। বাকি ম্যাচগুলিতে তাদের জিততেই হবে।
IPL 2021 RRvRCB: মরুশহরে জয়ের খোঁজে বিরাট ব্রিগেড, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেছিল রাজস্থান। কিন্তু মাঝপর্বে ব্যাটিং ধ্বস শুরু হয় তাদের। শেষ পর্যন্ত ১৪৯ রান করে তারা। জবাবে গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ে ভর করো ১৮ তম ওভারে তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় আরসিবি।