করোনার টিকা প্রস্তুতকারী সংস্থার তালিকায় ঢুকে পড়ল মুকেশ অম্বানীর রিলায়্যান্স(reliance)। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বৃহস্পতিবারই রিলায়্যান্স লাইফ সায়েন্সেস (আরএলএস)-কে ছাড় দিয়েছে দেশের ড্রাগ নিয়ামক সংস্থা।
টিকা নিয়ে গত বছর থেকেই পরীক্ষানিরীক্ষা শুরু করেছিল মুকেশ অম্বানীর সংস্থা(reliance)। অক্টোবরে প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে। আশানুরূপ ফল পাওয়ার পরই দেশের ড্রাগ নিয়ামক সংস্থার কাছে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন করে তারা।
বিশেষজ্ঞ কমিটি টিকার সমস্ত দিক খতিয়ে দেখার পরই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে।সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই আরএলএস-এর দু’টি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়ে যাবে।