পথ দুর্ঘটনার (Road accident) কবলে পড়ল পাথর বোঝাই লরি। দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। গাড়ির কেবিন থেকে খালাসি পালিয়ে যেতে সক্ষম হলেও পায়ে রড ঢুকে কেবিনের মধ্যেই আটকে পড়ে গাড়ির চালক।
ভোরবেলা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদহের গাজোল থানার পুলিশ। ছুটে আসে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অবশেষে গ্যাস কাটার দিয়ে পায়ে ঢুকে যাওয়া লোহার রড কেটে বের করা হয় গুরুতর জখম ড্রাইভারকে। নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে।ঘটনা গাজোল থানার অন্তর্গত মশালদীঘি এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা যায় দুর্ঘটনাটি ঘটে ভোর চারটে নাগাদ। জাতীয় সড়ক মেরামতির জন্য ওই এলাকায় বন্ধ করা হয়েছে একটি লেন। যার কারণে রায়গঞ্জ মালদাগামী একটি লেনেই চলাচল করছে সমস্ত যানবাহন। এদিন মালদা থেকে রায়গঞ্জগামী দুটি গাড়ি যাচ্ছিল। এলাকা কুয়াশাচ্ছন্ন থাকায় খুব ধীরগতিতে গাড়িগুলি যাচ্ছিল। হঠাৎ করে এই পাথরবোঝাই গাড়িটি পিছন থেকে ধাক্কা মারে একটি লরিকে।
যার ফলে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। সুযোগ বুঝে চম্পট দেয় সামনে থাকা গাড়িটি। পথ দুর্ঘটনার কারণে তীব্র যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে।