এক শহরে বিশ্বখ্যাত দুই তারকা। একজন ক্রিকেটের, একজন ফুটবলার। একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(RONALDO)।
অন্যদিকে নিজের গোটা দল নিয়ে এই মুহূর্তে ম্যানচেস্টারে রয়েছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি(VIRAT KOHOLI) । একই সঙ্গে পাশাপাশি মাঠে দুই আলাদা খেলার কিংবদন্তি নামতে চলায় উত্তেজনা এবং এক্সাইটমেন্টে ফুটছে গোটা ম্যানচেস্টার। রোনাল্ডো যে মাঠে নামবেন, আর কোহলীরা যে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে দুটিই গা ঘেঁষাঘেষি করে রয়েছে।
ফলে এক গ্যালারিতে বসে আরেক গ্যালারির চিৎকার শুনতে পাবেন দর্শকরা।