ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় ম্যাচেই জোড়া গোল করে ফের ঐতিহাসিক প্রত্যাবর্তন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর(Cristiano-Ronaldo)।
আবারও বুঝিয়ে দিলেন, ৩৬ বছর বয়স তার কাছে শুধুই একটা সংখ্যা। নিউক্যাসলকে ৪-১ ব্যবধানে হারাল ম্যান ইউ।
প্রথমার্ধে শুরুর দিকে একটি সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো(Cristiano-Ronaldo)। তবে তা কাজে লাগাতে পারেননি। নিউক্যাসলের শক্তিশালী ডিফেন্স ভাঙতে একটু সমস্যাই হচ্ছিল ম্যান ইউয়ের। কাঙ্ক্ষিত গোল এল বিরতির কিছুক্ষণ আগে।
দূর থেকে শট নিয়েছিলেন ম্যাসন গ্রিনউড। গোলকিপার সেই বল প্রতিহত করলে ফিরতি বলে পা ছুঁইয়ে গোল করেন রোনাল্ডো(Cristiano-Ronaldo)।দ্বিতীয়ার্ধে গোল শোধ করে দেয় নিউক্যাসল।
সমতা ফেরান মানকুইলো। তার কিছুক্ষণ পরেই দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন রোনাল্ডো(Cristiano-Ronaldo)। পাস বাড়িয়েছিলেন লুক শ। ডান পায়ে বল ধরে বাঁ পায়ের গড়ানো শটে দলকে এগিয়ে দেন রোনাল্ডো(Cristiano-Ronaldo)।