বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে লুক্সেমবার্গকে ৫-০ গোলের ব্যবধানে হারাল পর্তুগাল। ৫৮তম হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ম্যাচের প্রথম ৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনাল্ডো। কিছুক্ষণ পর ফের পেনাল্টি থেকে গোল পান রোনাল্ডো। তৃতীয় গোল আসে ব্রুনো ফার্নান্ডেজের শট থেকে। ম্যাচের ১৭ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধ্বে খেলার গতি কমে যায় পর্তুগালের। ৬৯ মিনিটে আরেকটি গোল আসে পর্তুগালের। তারপরই হ্যাটট্রিক করেন রোনাল্ডো। দেশের হয়ে এটি তাঁর ৮০১ নম্বর গোল।