মাঠে নামতে এখনও বেশ কিছু দিন বাকি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার আগেই রেকর্ড গড়ে ফেললেন। প্রিমিয়ার লিগের সব ক্লাব মিলিয়ে ১২ ঘণ্টার মধ্যে সব থেকে বেশি বিক্রি হয়েছে রোনাল্ডোর সাত নম্বর জার্সি।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডো সাত নম্বর জার্সি পরবেন। এই খবর ঘোষণা হওয়ার পর সেই জার্সির রেপ্লিকা বিক্রি শুরু হয়ে যায়। ১২ ঘণ্টার মধ্যে সমস্ত রেকর্ড ভেঙে যায়।
এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী চার লক্ষের বেশি জার্সি বিক্রি হয়ে গিয়েছে। ম্যাঞ্চেস্টার সিটির জ্যাক গ্রিলিশের জার্সি বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছে রোনাল্ডোর সাত নম্বর জার্সি বিক্রি।
রেড ডেভিলসদের জার্সি প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাসের সঙ্গে চুক্তি অনুযায়ী, জার্সি বিক্রির মাত্র ১০ শতাংশ পাবে ক্লাব