আইপিএলে (IPL) যোগ দিল দুটি নতুন টিম। ৭০৯০ কোটি টাকা দর হেঁকে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনে নিল সঞ্জীব গোয়েঙ্কার RPSG গ্রুপ। ৫৬২৫ কোটি টাকায় আমেদাবাদ টিমের ফ্র্যাঞ্চাইজি কিনল আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থা CVC Capital। সোমবার বিবৃতি দিয়ে এমনটাই জানাল বিসিসিআই (BCCI)।
আমেদাবাদ ও লখনউ টিম কেনার জন্য ঝাঁপিয়েছিল দুই সংস্থাই। কিন্তু সর্বোচ্চ দর হেঁকে লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক হল RPSG গ্রুপ। দুবাইয়ে (Dubai) আইপিএলের নতুন দুটি দলের বিডিং শুরু হয়। ১০ লাখ টাকা টেন্ডার দিয়ে এই নিলামে অংশ নিয়েছিল ২২টি সংস্থা। দুটি নতুন দলের সর্বনিম্ন দর ছিল ২০০০ কোটি টাকা। শেষ পর্যন্ত নিলামে ১০টি সংস্থার মধ্যে নটি সংস্থাকে বেছে নেয় বিসিসিআই।
সোমবার ফ্র্যাঞ্চাইজির বিডিংয়ের পর বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেন, "ভারতীয় ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা খুশি।" বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, সোমবার অবশেষে আইপিএলের নতুন দুটি দলের বিডিং শেষ হল। RPSG গ্রুপ ৭০৯০ কোটি টাকায় লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থা CVC Capital ৫,৬২৫ কোটি টাকায় আমেদাবাদ দলের ফ্র্যাঞ্চাইজি কিনেছে।