ওমিক্রন(Omicron) আক্রান্ত দেশগুলি থেকে দিল্লি(Delhi), কলকাতা(Kolkata), মুম্বাই(Mumbai), চেন্নাই(Chennai), বেঙ্গালুরু(Bengaluru), এবং হায়দ্রাবাদ(Hydrabad) বিমানবন্দরে নামলে বাধ্যতামূলকভাবে করতে হবে RTPCR টেস্ট। ওমিক্রন(Omicron) আক্রান্ত দেশগুলি থেকে ভারতের এই ছয় বিমানবন্দরে নামলেই বাধ্যতামূলকভাবে রিয়েল টাইম RTPCR টেস্ট করাতে হবে। সোমবার থেকে এই নিয়ম চালু করা হল।
ওমিক্রন(Omicron) আতঙ্কে দেশের ছটি আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশ ভ্রমণ করে RTPCR টেস্ট করা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। এই টেস্টের জন্য প্রি-বুকিং করতে হবে বিমান যাত্রীদের। কেন্দ্র সরকারের 'এয়ার সুবিধা' পোর্টালে গেলে নয়া নিয়ম বিধি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন- Indian Cricket : ব্যাটে ঝড় ওমিক্রনের, সেঞ্চুরিয়ানে কি ফাঁকা মাঠে প্রথম টেস্ট
কীভাবে করা যাবে প্রি-বুকিং?
টেস্টের খরচ?