অতিমারীতে অক্সিজেন সঙ্কট মেটাতে এবার এগিয়ে এলেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। করোনা অতিমারীর মোকাবিলায় অক্সিজেন কনসেনট্রেটর কেনার জন্য ১ কোটি টাকা এবার দান করলেন লিটল মাস্টার। ভয়ঙ্কর করোনার সুনামিতে ভেসে গিয়েছে গোটা দেশ। বুধবারই আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছিল ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জনে। যা বিশ্বে সংক্রমণের নিরিখে সর্বকালীন একদিনের রেকর্ড।
এমন পরিস্থিতিতেই দিল্লিতে সম্প্রতি চালু করা হয়েছে ‘মিশন অক্সিজেন’ প্রকল্প। দানের মাধ্যমে তহবিল তৈরি করে তা দিয়ে বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর কিনে দিল্লির হাসপাতালে প্রয়োজনে দান দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। আর এই ‘মিশন অক্সিজেন’ প্রকল্পেই ১ কোটির অর্থ সাহায্য শচীন তেন্ডুলকরের।