ছটপুজোর(Chhath Puja) দিন যাতে রবীন্দ্র সরোবরের ভিতরে দূষণ না ছড়ায়, তাই প্রত্যেকটি প্রবেশ গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। রবীন্দ্র সরোবরের ভিতরে যাওয়ার মোট ১৬ টি গেটকে বাঁশ এবং টিন দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ১০ নভেম্বর, বুধবার সকাল থেকেই রবীন্দ্র সরোবরের ভিতর কেউ ঢুকতে পারবে না। এই অযাচিত প্রবেশ নিষেধ করা হয়েছে ১১ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত।
Chhat Puja 2021: ইচ্ছে মত মন্ত্র পড়া যায় ছট পুজোয়, জেনে নিন এ বছর পুজোর সময়
সুপ্রিম কোর্ট আগেই জানায়, এই বছরও রবীন্দ্র সরোবরে করা যাবে না ছটপুজো(Chhath Puja)। ভয়ানক দূষণের ধাক্কায় রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) জলে অক্সিজেনের মাত্রা কমায় মাছের মড়ক লেগেছে। তার ওপর ঢাকুরিয়া লেকের পরিবেশ সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে যদি ছটপুজো হয়, তবে সরোবরের জলজ প্রাণী আর একটাও বেঁচে থাকবে না। সে কারণে এবারও সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশে রাজ্য সরকার রবীন্দ্র এবং সুভাষ সরোবরে ছটপুজো বন্ধ করতে নির্দেশ জারি করে।