রাজ্যজুড়ে (West Bengal) আজ খুলে গেল স্কুল (School re-open)। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ফের শুরু হল ক্লাস। যদিও, নবম-দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাই এখন স্কুলে যেতে পারবে। সকাল থেকেই এ নিয়ে উচ্ছ্বাসের বাতাবরণ রয়েছে সর্বত্র। এতদিন বাদে ক্লাসে আসার পর পড়ুয়াদের কোথাও ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে, কোথাও কলম দিয়ে।
দক্ষিণ কলকাতার মহাঋষি বিদ্যামন্দিরের ছবিটাও অন্যরকম কিছু নয়।
কোভিডবিধি (Covid-19) মেনেই ক্লাস শুরুর আগে প্রার্থনা হয়েছে স্কুলের মাঠে। শরীরের তাপমাত্রা পরীক্ষা করে তবেই পড়ুয়াদের স্কুলে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। পড়ুয়াদের ক্লাসঘরে বসানোর প্রক্রিয়াটিও সম্পন্ন করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনেই।
আসানসোলের ধাদকা নারায়ণচন্দ্র বিদ্যামন্দিরে নির্দিষ্ট বিধি মেনেই স্কুলে আসা পড়ুয়াদের হাতে লজেন্স তুলে দিয়েছেন শিক্ষকরা।
উত্তরবঙ্গের শিলিগুড়ি বয়েজ স্কুলের প্রধানশিক্ষক উৎপল দত্ত জানান, ছাত্রদের এতদিন বাদে ক্লাসে ফের দেখতে পেয়ে আমরা অত্যন্ত খুশি। ওদের জন্যই অপেক্ষা করছিলাম। ওদের শিক্ষা এবং স্বাস্থ্যের দিকে স্কুল কর্তৃপক্ষের সমস্ত নজর থাকবে। এই স্কুলটিতেও ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে লজেন্স।
অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, পড়ুয়াদের স্বাস্থ্য আগে। তাই স্কুলে আসা নিয়ে জোরাজুরি করা হবে না কোনও।
অফলাইনের পাশাপাশি ক্লাস চলবে অনলাইনেও (Online class)। সরকারি স্কুলগুলিতে আপাতত বন্ধ থাকছে মিড-ডে মিল। অতিমারী (pandemic) পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই এই ব্যবস্থা।