১৫ নভেম্বর থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই রাজ্যের বেশির ভাগ স্কুলে শুরু হয়ে গিয়েছে স্যানিটাইজেশনের কাজ। সোমবার শিলিগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান আগামী ১৫ নভেম্বর স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাবে।
স্কুলগুলি জানিয়েছে, সরকারি নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যেই জীবাণুনাশের কাজ শেষ করার চেষ্টা করছে তারা। বিভিন্ন স্কুলের তরফে জানানো হয়েছে, খোলার আগে স্কুল চত্বর জীবাণুমুক্ত করা-সহ সব ধরনের করোনা-বিধি কী ভাবে পালন করতে হবে, শিক্ষা দফতরের সেই সংক্রান্ত নির্দেশিকার অপেক্ষায় রয়েছে তারা। দীর্ঘ দিন ধরে বন্ধ থাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বহু স্কুলবাড়ির অবস্থা শোচনীয়।