ডোজ প্রতি ৪০০ টাকা দিয়ে রাজ্য সরকারের কাছে কোভিশিল্ড টিকা বিক্রি করবে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এছাড়া বেসরকারি হাসপাতালগুলিকে ৬০০টাকায় সেই টিকা দেওয়া হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়ার কথা ঘোষণা হওয়ার পরই এই নতুন দাম ধার্য করা হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারকে আগের দাম অর্থাৎ ১৫০টাকাতেই টিকা বিক্রি করবে প্রস্তুতকারী সংস্থাটি।
করোনার বিদেশি টিকার চেয়ে কোভিশিল্ডের দাম অনেক কম বলে জানিয়েছে সিরাম ইনস্টিটিউট। তাদের দাবি, বিদেশি টিকার প্রতিটি ডোজের দাম ৭৫০ থেকে ১,৫০০টাকা। তবে ১৮ বছরের ঊর্ধ্বে থাকা সবাইকে করোনার টিকা দেওয়া শুরু হলে অতিরিক্ত ১২ লাখ টিকা তৈরি করতে হবে বলে প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের নয়া নীতি অনুসারে, টিকা উৎপাদনের ৫০ শতাংশ কেন্দ্রকে দেবে প্রস্তুতকারক সংস্থাগুলি। আর বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালগুলির মধ্যে বণ্টন করা হবে।