করোনার (Coronavirus) বিরুদ্ধে যুদ্ধে আরও একধাপ এগোল ভারত। জরুরিকালীন ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ছাড়পত্র পেল সেরাম ইনস্টিটিউটে তৈরি করোনার ভ্যাকসিন কোভোভ্যাক্স (Covovax)। টুইট করে এই খবর জানালেন সংস্থার সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla)।
করোনার টিকা নোভাভ্যাক্সকে ‘কোভোভ্যাক্স’ নামে ভারতে উৎপাদনের দায়িত্ব পেয়েছিল পুণের সেরাম ইনস্টিটিউট। এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের নথি খতিয়ে দেখার পর শুক্রবার কোভোভ্যাক্সকে জরুরি সময়ে ব্যবহারের জন্য স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। দেশের সার্বিক টিকাকরণের লক্ষ্যে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকরী হবে বলে মনে করছে স্বাস্থ্য মহল।
WB Covid bulletin: অনেকটা কমল রাজ্যের করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৫৮০
এখনও অবধি মোট ৯টি টিকাকে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে WHO। বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়, 'কোভোভ্যাক্স সংক্রান্ত সমস্ত নথি ভালভাবে পরীক্ষা করার পর বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে করোনার প্রতিষেধক হিসেবে এই ভ্যাকসিনটি যথেষ্ট কার্যকর। পাশাপাশি টিকাপ্রাপকদের জন্য এটি যথেষ্ট নিরাপদও। তাই বিশ্বব্যাপী টিকাটিকে জরুরিকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হল।'