ওমিক্রন (Omicron) নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই DCGI-এর কাছে বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ড (Covieshield) ব্যবহারের অনুমতি চাইল সেরাম ইনস্টিটিউট (Serum Institute of India)।
সেরাম ইনস্টিটিউট DCGI-এর কাছে আবেদন করে জানিয়েছে, করোনার নতুন প্রজাতির কথা মাথায় রেখে কোভিশিল্ডকে বুস্টার ডোজ (Booster Dose) হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হোক। এখনও দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের (Vaccine) ডোজ আছে। যাদের দুটি ডোজ হয়ে গেছে, তাদের বুস্টার ডোজ দেওয়ার অনুমতি দেওয়া হোক।
আমেরিকায় (United States of America) প্রথম থাবা বসিয়েছে ওমিক্রন। আক্রান্ত হয়েছেন ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দা। শিয়রে ভাইরাসের নয়া প্রজাতি। তাই দেশ জুড়েই বুস্টার ডোজের চাহিদা বাড়ছে। রাজস্থান, কর্নাটক, ছত্তিশগড় ইতিমধ্যেই কেন্দ্রের কাছে বুস্টার ডোজ চেয়ে আবেদন করেছে। বিদেশ থেকে আসা ছজন নাগরিকের কোভিড ধরা পড়েছে। আক্রান্তদের জেনোমিক সিকোয়েন্স টেস্ট করা হচ্ছে।