শিশুদের করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলার অ্যান্ড ডেনারেল অব ইন্ডিয়া(ডিসিজিআই)-র কাছে আবেদন জানাতে চলেছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া(এসআইআই)।
আমেরিকার নোভাভ্যাক্স সংস্থার তৈরি শিশুদের কোভিড টিকা ‘কোভোভ্যাক্স’ প্রস্তুত করছে সেরাম। কোভিশিল্ডের পর দ্বিতীয় এই টিকা তৈরি করছে সেরাম।
সংস্থার সিইও পুনাওয়ালার দাবি, শিশুদের জন্য তৈরি এই টিকার করোনা প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি। যা অনুর্ধ্ব ১৮ বছর বয়সিদের সুরক্ষিত রাখবে। টিকার ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে। সেরাম জানিয়েছে, ১২-১৮ বয়স বয়সিদের জন্য টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের আবেদন জানানো হবে। তার পর ১২ বছরের নীচে যারা রয়েছে তাদের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন জানানো হবে।