কলকাতাতেও অক্সিজেন সংকট। ৮০ জন রোগী ভর্তি, হাতে মাত্র ১ঘণ্টার অক্সিজেন। অক্সিজেন সঙ্কটে মানিকতলার জেএন রায় হাসপাতাল। হাসপাতালের ৮০জন রোগীর মধ্যে ৫০জন করোনা আক্রান্ত। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, তা নিয়ে অনিশ্চয়তায় হাসপাতাল কর্তৃপক্ষও।কোথাও অক্সিজেনের জন্য কাতরাচ্ছেন রোগীরা । কোথাও অক্সিজেন না পেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন করোনা আক্রান্তরা।