করোনা আক্রান্ত শেন ওয়ার্ন। বর্তমানে দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের কোচের দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার। ১ অগস্ট রবিবার সাউদার্ন ব্রেভের বিপক্ষে ওয়ার্নের দল লন্ডন স্পিরিটের ম্যাচ ছিল। এদিন সকালেই ওয়ার্ন জানান তার শরীর খারাপ লাগছে। সঙ্গে সঙ্গে তার করোনার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। সেখানে রিপোর্টের ফল পজিটিভ আসে। আরটিপিসিআর রিপোর্ট ও খুব শিগগির আসবে।
এছাড়া ওয়ার্নের দলের আরও এক ব্যক্তির টেস্টের ফলাফলও পজিটিভ এসেছে। কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর শেন ওয়ার্ন আইসোলেশনে রয়েছেন।