শাহরুখ খান (SRK) এবং মহেশ ভাট ষড়যন্ত্রের শিকার হয়েছেন। মুম্বই সফরে গিয়ে নাগরিক সমাজের সঙ্গে বৈঠকে এমনই দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় (Mamata Banerjee)।
নরিম্যান পয়েন্টের ওয়াইবি চহ্বন সেন্টারে এদিন মমতার বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠকে এসে যোগ দিয়েছিলেন সঙ্গীত শিল্পী জাভেদ আখতার, বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর, চিত্র পরিচালক মহেশ ভাট, বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা, পরিচালক-সাংবাদিক প্রীতিশ নন্দী, সমাজকর্মী মেধা পাটেকর, বলিউড অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাসহ আরও অনেকে। এদিনের বৈঠক থেকেই বিজেপি মুক্ত ভারতের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি এই বৈঠকে বলিউড অভিনেতা শাহরুখ খানকে (Shahrukh Khan) নিয়ে ও মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Mamata Banerjee: বিরোধী ঐক্য চাই, তবে কংগ্রেসকে লড়তে হবে, বার্তা মমতা-শরদের
মহেশ ভাটের প্রশ্নের জবাবে মমতা বলেন, "আপনি নিষ্ঠুরতার শিকার, শাহরুখ খানও ষড়যন্ত্রের শিকার। অনেকেই ষড়যন্ত্রের শিকার। কেউ মুখ খুলতে পারছেন। কেউ পারছেন না।" মমতা এদিন বিজেপিকে নিষ্ঠুর ও অগণতান্ত্রিক বলে কটাক্ষ করেন।