কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার সরাসরি আর্থিক বঞ্চনার অভিযোগ তুললেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। বুধবার পূর্ব বর্ধমানের এক অনুষ্ঠানে এসে এমন অভিযোগ করলেন তিনি। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী স্বপন দেবনাথও। শশী পাঁজার অভিযোগ সংবিধানে ভারতবর্ষকে ‘ইউনিয়ন অফ স্টেট’ বলা হলেও কেন্দ্রের বিজেপি সরকার তা মানে না। আইসিডিএস প্রকল্পের মতো যৌথ প্রকল্পগুলি কেন্দ্র এবং রাজ্য সরকার একসঙ্গে চালায়। প্রকল্পের শুরুতে কেন্দ্রীয় সরকার এর ৯০ শতাংশ ব্যয়ভার বহন করত, বাকিটা রাজ্য সরকার বহন করত । পরে তা কমে দাঁড়ায় কেন্দ্রের পক্ষে ৭৫ শতাংশ, ক্রমশ কমে তা ৫০ শতাংশ। বর্তমানে ৪০শতাংশ কেন্দ্রীয় সরকার এবং ৬০ শতাংশ রাজ্য সরকার বহন করে। বর্তমানে এই প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন তিনি।
বাইটঃ ডঃ শশী পাঁজা, মন্ত্রী, নারী ও সমাজকল্যাণ দপ্তর
পাশাপাশি শিশুদের জ্বর নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন মন্ত্রী।