দীর্ঘদিন পর চালু হয়েছে লোকাল ট্রেন(Local train) । আর যাতায়াতের সমস্যা নেই । খুশি নিত্যযাত্রীরা । শুধু নিত্যযাত্রী নয়, খুশি রেল হকাররাও(Rail Hawkers) । ট্রেনে রীতিমতো পুজো দিয়ে ফের হকারি শুরু করেছে তারা । এরকমই ছবি দেখা গেল শেওড়াফুলি স্টেশনে ।
সোমবার, শেওড়াফুলি স্টেশনে ট্রেন এসে থামতেই প্রথমে নারকেল ফাটানো হয় । এরপর ধূপ, মালা দিয়ে পুজো করে যাত্রা শুরু করলেন তারা । কাউকে আবার প্রণাম করে ট্রেনে উঠতেও দেখা যায় ।
Local train update: দীর্ঘ পাঁচ মাস পর রাজ্যে চালু লোকাল ট্রেন, স্বস্তিতে নিত্যযাত্রী থেকে ব্যবসায়ীরা
দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় সবথেকে বেশি সমস্যায় পড়ে হকাররা । রুজি-রোজগার একপ্রকার বন্ধ হয়ে যায় । কোনও রকমে আধবেলা, আধপেটা খেয়েই তাদের দিন কাটছিল । ছিল শুধু লোকাল ট্রেন চালু হওয়ায় অপেক্ষা । তাই দীর্ঘদিন পর ট্রেন চালু হতেই খুশি শেওড়াফুলির রেল হকাররা।