বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব দিন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুম্বই সফর সেরে ফেরার পরই এই বার্তা দিল শিবসেনা (Shiv Sena) এবং NCP।
শিবসেনার মুখপত্রে ‘বার্তা’ দেওয়া হয়েছিল শনিবারই। সোমবার দলের মুখপত্র সঞ্জয় রাউত রাহুল গাঁধীর সঙ্গে সাক্ষাতের পরে জানিয়ে দিলেন, কংগ্রেস (Congress) ছাড়া জাতীয় স্তরে কোনও বিজেপি বিরোধী জোট গঠন সম্ভব নয়। একই মতামত শরদ পাওয়ারের দল এনসিপিরও। কংগ্রেসকে বাদ দিয়ে কোনও বিরোধী ঐক্য অসম্ভব বলে মনে করে এনসিপি।
২০২৪ সালের লোকসভা ভোটে সম্ভাব্য বিরোধী জোটের নেতৃত্ব প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় বলেন, ‘‘আমি রাহুল গাঁধীকে জোটের নেতৃত্ব দিতে বলেছি।’’ তবে বিরোধী জোটের দলগুলিই নেতৃত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"
KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী নয়, ২৩ হাজার রাজ্য পুলিশেই হবে কলকাতা পুরভোট, থাকবে সিসিটিভি
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মুম্বই সফরের পর শিবসেনা মুখপাত্রের এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তৃণমূলের নাম না করে মঙ্গলবার সঞ্জয় আরও বলেন, ‘‘বিজেপি-র বিরুদ্ধে একটাই একটাই বিরোধী জোট থাকতে হবে। দু’টি বা তিনটি জোট হলে বিজেপি-রই লাভ হবে।’’