বিজেপিকে কার্যত উড়িয়ে দিয়ে খড়দহে ৯৩ হাজার ৮৩২ ভোটে জিতলেন শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে গণনা শুরু হওয়ার পর প্রথম রাউন্ড শেষে দেখা গিয়েছিল ৬ হাজার ৭১০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
বেলা বাড়তেই ক্রমশই ব্যবধান বাড়তে থাকে। প্রতিটা রাউন্ডেই এগিয়ে থাকেন এই বর্ষীয়ান নেতা। অবশেষে সব কটি রাউন্ডের শেষে দেখা যায় রেকর্ড ব্যবধানে খড়দহ বিধানসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস। তবে, গননায় প্রথম থেকেই কেন্দ্রে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে ছিলেন সিপিআই(এম) প্রার্থী দেবজ্যোতি দাস। শেষ রাউন্ডে অবশ্য বিজেপির কাছে সেই দ্বিতীয় স্থান খোয়াতে হয় বাম প্রার্থীকে।
Bengal By-Poll: 'এই জয় মানুষের জয়', ফল ঘোষণার আগেই শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
১৬ রাউন্ড গণনার পর দেখা যায় এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস রেকর্ড ব্যবধানে জেতার ফলে মুখ পুড়েছে বিজেপির। মাত্র ২০ হাজার ২৫৪ ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী জয় সাহা। অন্যদিকে সিপিআই(এম) পেয়েছে ১৬ হাজার ১১০ টি ভোট।