পিভি সিন্ধুর অলিম্পিক সাফল্যে দেশজুড়ে আনন্দের ঢেউ। সিন্ধুকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ,সিন্ধু ভারতের গর্ব এবং অন্যতম শ্রেষ্ঠ অলিম্পিয়ান।’ টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘টোকিয়ো অলিম্পিকে ব্রোঞ্জ জয়েসবাই গর্বিত।সিন্ধুর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা সকলের জন্য অনুপ্রেরণা বলেও টুইটে লিখেছেন মুখ্যমন্ত্রী। টুইটে সিন্ধুর প্রশংসা করেছেন রামনাথ কোবিন্দও।
তিনি টুইটার বার্তায় লেখেন, ‘পর পর দু’টি অলিম্পিক গেমসে পদক জেতা প্রথম ভারতীয় মহিলা সিন্ধু। ধারাবাহিকতা, নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বের নতুন মাপকাঠি স্থাপন করেছেন ভারতীয় এই ক্রীড়াবিদ।
ভারতকে গর্বিত করার জন্য তাঁকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন রাষ্ট্রপতি।