শুক্রবার সকাল থেকেই ভারতের জন্য একের পর এক সাফল্যের খবর। বক্সিং, হকির পর ব্যাডমিন্টন। সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু।
৫৬ মিনিটের মাথায় জাপানের প্রতিদ্বন্দ্বী আকানে ইয়ামাগুচিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলেন সিন্ধু।
কোয়ার্টার ফাইনালে নিজের থেকে বিশ্বব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইয়ামাগুচিকে পরাজিত করেন সিন্ধু। স্ট্রেট গেমে ম্যাচ জিতে পিভি জায়গা করে নেন ওমেনস সিঙ্গলসের সেমিফাইনালে। ম্যাচের ফলাফল সিন্ধুর পক্ষে, ২১-১৩, ২২-২০।
সেমিফাইনালে জিতলে অন্তত একটি পদক নিশ্চিত করতে পারবেন সিন্ধু।