ফের অলিম্পিকে পদকের মুখ দেখল ভারত। ব্রোঞ্জ জয় ভারতের। পি ভি সিন্ধুর হাত ধরে দ্বিতীয় পদক এল দেশে। ব্রোঞ্জের লড়াইয়ে চিনের হি বিংজিয়ায়োকে হারিয়ে দিলেন তিনি। খেলার ফল ২১-১৩, ২১-১৫। সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্সে দ্বিতীয় পদক সিন্ধুর।
শনিবারের ভুল থেকে শিক্ষা নিয়ে যেন রবিবার খেলতে নেমেছিলেন সিন্ধু। নেটের সামনে খেলা হোক বা স্ম্যাশ, কোনও কিছুতেই প্রতিপক্ষকে জমি দিলেন না তিনি। লম্বা র্যালিতেও দাপট দেখালেন তিনিই। রবিবার সিন্ধুর বিরুদ্ধে চিনের বিংজিয়ায়োর কোনও উত্তরই যেন ছিল না।