বান্ধবী বৈশাখীর পাশে দাঁড়িয়ে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা পুলিস কমিশনারকে চিঠি দিলেন শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগ, বৈশাখী বন্দ্যোপাধ্যায় নন, তাঁকে খুনের পরিকল্পনা করেছেন রত্না চট্টোপাধ্যায়। বিবাহ বিচ্ছেদের লড়াইয়ের মধ্যেই এই অভিযোগেই কলকাতার পুলিস কমিশনার সৌমেন মিত্রকে চিঠি লিখলেন শোভন চট্টোপাধ্যায়। বান্ধবী বৈশাখীর জন্য পুলিস কমিশনারের কাছে নিরাপত্তারও আর্জি জানিয়েছেন শহরের প্রাক্তন মেয়র।শুক্রবার পুলিস কমিশনারকে লেখা চিঠিতে শোভন চট্টোপাধ্যায় লিখেছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তার কন্যা রিলিনা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বোধ করছেন। রত্না তাকে যতউই হেনস্থা করুন,তিনি বৈশাখী এবং তার কন্যার পাশে রয়েছেন বলে জানিয়েছেন শোভন।