করোনা পরিস্থিতিতে বিনামূল্যে রেশন বন্ধের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র(Central Govenment)। প্রতিবাদ জানিয়ে সোমবার প্রধানমন্ত্রীকে (Pm Narendra Modi) চিঠি দিচ্ছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) কথায়, ‘রেশন বন্ধ হলে বিপাকে পড়বেন গরিব মানুষ।' তাই আরও ৬ মাস রেশন (Free Ration) চালু রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার উদ্যোগ নিয়েছেন সৌগত রায়। উল্লেখ্য আগামী ৩০ নভেম্বর থেকে বিনামূল্যে রেশন বন্ধের বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্র।
করোনা পরিস্থিতিতে (Covid-19) গত বছর বিনামূল্যে রেশন পরিষেবা চালু করেছিল মোদি সরকার (Narendra Modi Govenment)। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় যে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল, তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি মাসের ৩০ তারিখে। এরপরও কি কেন্দ্রের দেওয়া চাল-ডাল বিনা পয়সায় পাবে মানুষ? ৩০ নভেম্বরের পর কি আর মিলবে না বিনামূল্যে রেশন? কেন্দ্রীয় খাদ্যসচিবের মন্তব্যে জল্পনা ছড়ায়।
Suvendu Adhikary: ইভিএম কারচুপি করে উপনির্বাচনে জয় তৃণমূলের, অভিযোগ শুভেন্দুর
তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়(Sougata Roy) বলেন, এটা খুবই বিপজ্জনক সিদ্ধান্ত। যদি কেন্দ্রীয় সরকার রেশন বন্ধ করে দেয়, তাহলে সত্যিই গরিব মানুষ অসুবিধায় পড়বে।
গত শুক্রবার কেন্দ্রীয় খাদ্যসচিব সুধাংশু পাণ্ডের (Sudhangshu Pandey) একটি মন্তব্য ঘিরেই জল্পনা দানা বাঁধে। তিনি জানান, ‘কেন্দ্রীয় সরকার ভাবছে, যেহেতু দেশের অর্থনীতি আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, খোলা বাজারেও খাদ্যশস্য বিক্রি হচ্ছে, তাই এই প্রকল্পের মেয়াদ নতুন করে বৃদ্ধির এখনও কোনও প্রস্তাব আসেনি। তাই এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না যে, বিনামূল্যে রেশন দেওয়া হবে কিনা।’ এই মন্তব্যকেই হাতিয়ার করেছে বিরোধীরা। শুরু হয়েছে বিতর্ক। পাল্টা জবাব দিতে দেরি করেনি শাসক শিবিরও।