ICC ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। অনিল কুম্বলের (Anil Kumble) জায়গায় দায়িত্ব নেবেন তিনি। টানা নয় বছর এই কমিটির চেয়ারম্যান ছিলেন কুম্বলে। বর্তমানে এই কমিটির পর্যবেক্ষক রূপে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
২০১২ সালে ICC ক্রিকেট কমিটির চেয়ারম্যান হয়ে এসেছিলেন অনিল কুম্বলে। ২০১৬ ও ২০১৯ সালে ফের চেয়ারম্যান হন তিনি। তাঁর আগে এই পদে ছিলেন ক্লাইভ লয়েড। এই পদে এলে, বাড়তি দায়িত্ব যোগ হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাঁধে।
দিনরাতের টেস্ট, গোলাপি বলের টেস্ট, ক্রিকেটের বিভিন্ন আইনের রদবদল সহ এই খেলা সংক্রান্ত একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নেয় এই কমিটি। ক্রিকেটকে কীভাবে আরও জনপ্রিয় করা যায়, তা নিয়েও কাজ করে ICC ক্রিকেট কমিটি।