ISL শুরুর আগেই ATK Mohun Bagan থেকে সরতে চলেছেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্বার্থের সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত।
জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যেই এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়াতে পারেন সৌরভ। আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ শুরুর লগ্ন থেকে এটিকে-র সঙ্গে যুক্ত সৌরভ। ২০২০ সালে মোহনবাগানের সঙ্গে সংযুক্তিকরণের পরে তৈরি হয় ‘এটিকে মোহনবাগান’। সেই দলের পদ থেকে এ বার সরে দাঁড়ানোর পথে তিনি।
Dhyan Chand Khelratna: নীরজ চোপড়া, সুনীল ছেত্রী সহ খেলরত্নের তালিকায় মোট ১১ জনের নাম
স্বার্থের সঙ্ঘাত ফুটবল এবং ক্রিকেটে। এটিকে মোহনবাগানের মালিক আরপিএসজি গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা সম্প্রতি আইপিএলে লখনউয়ের দল কিনেছেন। অন্য দিকে সৌরভ এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। তাই সৌরভের পক্ষে সঞ্জীবেরই কোনও দলের সঙ্গে যুক্ত থাকা মানে স্বার্থের সঙ্ঘাত তৈরি হওয়া। অর্থাৎ, যিনি বিসিসিআই সভাপতি, তাঁর অধীনেই আইপিএলে খেলবে সঞ্জীবের ফ্র্যাঞ্চাইজি। তাই এমন সিদ্ধান্তের ভাবনা।