করোনা আবহে একের পর এক ক্রিকেটার সংক্রমিত হওয়ার জেরে বন্ধ হয়ে গিয়েছে এই বছরের আইপিএল। ইতিমধ্যেই নিজেদের দেশে ফিরতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। মলদ্বীপ হয়ে দেশে ফিরছেন অজি তারকারা। এই অবস্থায় কী করে আইপিএলের বায়ো বাবলের মধ্যে ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হলেন তা নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে দাদা জানিয়েছেন, আইপিএলের বায়ো বাবলে কোনও সমস্যা ছিল না। কিন্তু তা সত্ত্বেও কী করে এতজন ক্রিকেটার আক্রান্ত হলেন তা বলা মুশকিল। দেশজুড়ে কীভাবে প্রতিদিন এত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, তাও বলা কঠিন বলে জানিয়েছেন সৌরভ। আইপিএলে চারটি দল- কেকেআর, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হন।