করোনাভাইরাসের নতুন প্রজাতির কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (WHO) জানানোর জন্য দক্ষিণ আফ্রিকাকে 'অপরাধী' বানানো হচ্ছে। এমনই অভিযোগ করল সেই দেশের সরকার।
করোনাভাইরাস (Coronavirus) যে চরিত্র বদলে অন্য স্ট্রেন তৈরি করেছে সে খবর প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (WHO) জানায় দক্ষিণ আফ্রিকা (South Africa)। সে দেশে করোনার নতুন প্রজাতি 'ওমিক্রন' (Omicron) ধরা পড়তেই সাবধান করেছিল বিশ্বকে। কিন্তু এর পরিবর্তে সে দেশকে শাস্তির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
India Covid Update : দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত ৮,৭৭৪ জন, মৃত ৬২১
দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, দক্ষিণ আফ্রিকা নতুন স্ট্রেন সম্পর্কে WHO-কে সতর্ক করার পরপরই, অনেক দেশ ভাইরাসের সংক্রমণ বন্ধ করার জন্য বেশ কয়েকটি আফ্রিকান দেশ থেকে ফ্লাইটে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি দক্ষিণ আফ্রিকার পর্যটন শিল্প এবং ব্যবসার ক্ষতি করবে বলে মনে করা হচ্ছে।