ওমিক্রন (Omicron) ধরা পড়ার সাতদিনের মধ্যে বেঙ্গালুরু থেকে জাল নেগেটিভ সার্টিফিকেট (Fake Covid Report) বানিয়ে দক্ষিণ আফ্রিকা পাড়ি দিয়েছিলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ঘুরতে এসেছিলেন তিনি।
এই ঘটনা নিয়ে বেঙ্গালুরু পুলিশকে (Bengaluru Police) তদন্তের নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার। কোন বেসরকারি ল্যাব থেকে এই জাল সার্টিফিকেট বানানো হয়েছে, তারও খোঁজ চলছে।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা থেকে এদেশে আসা নাগরিকদের কোভিড স্যাম্পেলে জেনম সিকোয়েন্সিং করে কর্নাটক সরকার। সেখানে জানা যায়, এক ব্যক্তির শরীরে ওমিক্রন ভাইরাস ছিল। ২০ নভেম্বর দক্ষিণ বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলে ওঠেন ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি। ২৩ নভেম্বর ওই ব্যক্তি বেঙ্গালুরু থেকে জাল কোভিড সার্টিফিকেট বানান। তারপরই ভারত থেকে দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকা চম্পট দেন তিনি।