কোভ্যাক্সিন, কোভিশিল্ডের পর ভারতে তৃতীয় টিকার ছাড়পত্র পেয়েছে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ফাইভ। কিন্তু করোনা মোকাবিলায় কতটা কার্যকরী এই স্পুটনিক? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিরাময়ে কোভ্যাক্সিনের গড় সাফল্য ৮০ শতাংশ, কোভিশিল্ডের যেখানে ৭০, সেখানে রোগ মোকাবিলায় অনেকটাই এগিয়ে স্পুটনিক, স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, নয়া এই টিকায় ৯১ শতাংশ কার্যকরী হবে রোগ সারানোয়।স্পুটনিক সম্পর্কে বেশকয়েকটি প্রয়োজনীয় তথ্য। একুশ দিনের ব্যবধানে নিতে হবে এই টিকার দ্বিতীয় ডোজ।মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষিত করতে হবে এই টিকা।শুকনো পাউডারের ক্ষেত্রে সংরক্ষণের তাপমাত্রা হবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস।এপ্রিলের শেষ অথবা মে-র শুরুতেই শুরু হয়ে যাবে স্পুটনিকের প্রয়োগ।