জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি দেওয়া শুরু করবে অ্যাপোলো হাসপাতাল। অ্যাপোলো গ্রুপ অফ হসপিটালসের এগজিকিউটিভ ভাইস-চেয়ারপার্সন শোভনা কামিনেনি জানিয়েছেন, ইতিমধ্যেই দেশের ৮০টি জায়গায় ১০ মিলিয়ন ভ্যাকসিন ডোজ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাঁরা প্রথমসারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন, যাঁদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি এবং কর্পোরেট সংস্থাগুলির কর্মীদের আগে ভ্যাকসিন দেওয়া হবে।
তিনি বলেন, "জুনে আমরা প্রতি সপ্তাহে ১০ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়ার কাজ চালাব। জুলাইয়ে প্রতি সপ্তাহে ভ্যাকসিন ডোজের পরিমাণ দ্বিগুন করা হবে। এ বছরের সেপ্টেম্বরের মধ্যে আমরা ২ কোটি ডোজ ভ্যাকসিন দিতে চাই।"
ভারতে ভ্যাকসিনের জোগান বাড়াতে স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। এই নিয়ে ভারতে ব্যবহারের জন্য তিনটি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হল। এর আগে ৫৯টি দেশ স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ যে দেশগুলিতে, সেই দেশগুলি রাশিয়ার এই ভ্যাকসিন ব্যবহার করছে।