ভারতে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি-র জোগানের সমস্যা অগস্টের মধ্যেই মিটে যাবে বলেই জানাল সংস্থা। বুধবার সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘উৎপাদনে দেরি হওয়ার জন্য টিকার জোগানে সমস্যা হচ্ছিল। আমরা আশাবাদী, অগস্ট মাসের মধ্যেই সেই সমস্যা মিটে যাবে। ফলে টিকার জোগানে আর কোনও সমস্যা থাকবে না।’
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘ইতিমধ্যেই ১৪টি দেশের সঙ্গে উৎপাদনের চুক্তি করেছে স্পুটনিক ভি। ভারতেও সিরাম ইনস্টিটিউটের মতো সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। তার ফলে আগামী দিনে টিকার উৎপাদন অনেক বাড়বে।’
কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পরে ভারতে টিকাকরণের অনুমতি পেয়েছে স্পুটনিক ভি। যদিও তাদের আরও একটি টিকা স্পুটনিক লাইটকে এখনও অনুমতি দেয়নি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।