স্পুটনিক ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা টিকাকরণের শংসাপত্র পাচ্ছেন না। এই অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক ওই জনস্বার্থ মানলাটি করেছেন। তাঁর দাবি, কো-উইন অ্যাপ থেকে শংসাপত্র মিলছে না। অথচ করোনা আবহে এখন বাধ্যতামূলক এই শংসাপত্র।
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত দেশে স্পুটনিক ভ্যাকসিনের ট্রায়াল চলে। এই পরীক্ষামূলক প্রয়োগে অংশ নেন প্রায় দু'হাজার মানুষ। পশ্চিমবঙ্গের অন্তত ৫০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন ট্রায়ালে। তাঁদের মধ্যে ছিলেন ওই চিকিৎসক।
Covid in Bengal : রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত ৭৮৮ জন, মৃত্যু হয়েছে ১২ জনের
তাঁর অভিযোগ, কো-উইন অ্যাপ থেকে কোভিশিল্ড বা কোভ্যাকসিন টিকাকরণের শংসাপত্র মিললেও অমিল স্পুটনিকের শংসাপত্র।