বলিউড গানে খাতা খোলার আগেই তিনি দারুণ জনপ্রিয় সারা দেশেই। শ্রীলঙ্কার এই র্যাপ গাইকার গাওয়া 'মানিকে মাগে হিথে' এখন সবার মুখে, মুখে। সেই ইওহানি এবার গান গাইলেন বলিউডের নতুন ছবি 'সিদ্দত'-এ।
ইয়োহানি ডি’সিলভার বলিউড সফরটা শুরু হলো বেশ ভালো ভাবেই। নতুন বলিউড ছবি ‘সিদ্দত’-এর (Shiddat) টাইটেল ট্র্যাক গাইলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম, ইউটিউবে একেবারে ভিডিও সহকারে সেই গান শেয়ার করলেন ইওহানি, এবং তা যথারীতি নেটদুনিয়ায় ভাইরাল।
এই ‘সিদ্দত’ ছবি থেকেই বলিউডে পা রাখছেন অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি কৌশল (Sunny Kaushal)। ছবিতে সানির সঙ্গে জুটি বাঁধছেন ‘ইংলিশ মিডিয়াম’ ছবি-খ্যাত অভিনেত্রী রসিকা মদান। আগামী ৩০ সেপ্টেম্বর গুরুগ্রাম এবং ৩ অক্টোবর হায়দরাবাদে পারফর্ম করতে ভারতে আসছেন ইওহানি।