করোনার সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিমিটার এবং প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির আশঙ্কা। এই অবস্থায় অক্সিমিটারের দাম নিয়ন্ত্রণে নোটিশ জারি করল কেন্দ্রীয় সরকার। তাতে বলা হয়েছে, বছরে ১০ শতাংশের বেশি দাম বাড়ানো চলবে না অক্সিমিটারের। এমআরপি ডিটেলস সরকারকে জানাতে হবে।
কোভিড চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামের কালোবাজারি রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকারও। রেমডিসিভি যাতে কালোবাজারি না হয়, তার জন্য কড়া নজরদারি করছে স্বাস্থ্য দফতর। অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার-সহ বিভিন্ন সরঞ্জামেও নজর রাখা হচ্ছে। কালোবাজারি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা।