গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের করোনা গ্রাফ। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭১১ জন। যা আগের দিনের তুলনায় কম। কমেছে মৃত্যুর সংখ্যাও। একদিনে করোনার বলি ৫ জন। সুস্থতার হার ৯৮.০৮ শতাংশ।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগণা , একদিনে আক্রান্ত ১০১ জন।দ্বিতীয় স্থানে কলকাতা, একদিনে আক্রান্ত ৭৪জন।তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে আক্রান্ত ৬৭ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৭,২৫০। রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,১২৮ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৩৫ জন।