কলকাতা পুরসভার নির্বাচনের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট(KMC Election)। বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার সকালে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission)। ২১ ডিসেম্বর কলকাতা পুরভোটের গণনা। ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে।
দুপুর ১টায় সাংবাদিক বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই আজ থেকে জারি হচ্ছে আদর্শ আচরণ বিধি। আজ থেকেই কলকাতা পুরভোটের মনোনয়ন জমার কাজ শুরু হয়ে যাবে।
নির্বাচন হবে হাওড়া পুরসভাতেও, তবে আজ হাওড়ায় পুরভোটের বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই হাওড়ায় ১৯ ডিসেম্বর পুরভোট হবে কিনা, তা নিয়ে প্রশ্ন।