রাজ্যের পুজো পরবর্তী ঊর্দ্ধমুখী গ্রাফ কেবলই উদ্বেগ বাড়াচ্ছে নানা মহলে। স্বাভাবিক ভাবেই সংক্রমণ বাড়তেই শুরু হয়েছে প্রশাসনের কড়াকড়ি। পরিস্থিতি সামলাতে কোমর বেঁধে নামল প্রশাসন। রাত ১১টার পর কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশের নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে নথি পরীক্ষা, জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মীরা। মাস্ক না পরায় চলছে ধরপাকড়।
রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা একলাফে প্রায় হাজার ছুঁইছুঁই। এই পরিস্থিতিতে সমস্ত জেলাশাসকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকের পর কোভিড বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। রাজ্যের প্রশাসনিক দফতরের তরফে সাফ বার্তা, রাত্রিকালীন বিধিনিষেধে বিন্দুমাত্র ছাড় দেওয়া চলবে না। ফের কনটেনমেন্ট জোন ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল নবান্ন। ইতিমধ্যেই কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত উত্তরপাড়া পুরসভার ৭টি ওয়ার্ড। বাসিন্দাদের সতর্ক করতে মাইকে চলছে প্রচার। বাজার এলাকায় ঘুরে প্রচার করছেন পুরসভার কর্মীরা। মাস্ক না পরলে জরিমানা আদায় করছে চন্দননগর কমিশনারেট।