করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তবলিয়া শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের( Pt Subhankar Banerjee)। গত ২০ জুন থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
একমো সাপোর্টেও রাখা হয়েছিল তাঁকে। আজ কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট তবলাবাদক।
দু’টি টিকাই নিয়েছিলেন তিনি, তাও বাঁচানো গেল না স্বনামধন্য তবলিয়াকে।বহু বছর ধরে পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলি খান, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত বিরজু মহারাজ প্রমুখ শিল্পীদের সঙ্গে একই মঞ্চে অনুষ্ঠান করেছেন শুভঙ্কর( Pt SubhankarBanerjee)।
তা ছাড়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘সঙ্গীত সম্মান’ এবং ‘সঙ্গীত মহা সম্মান’ পুরস্কার গ্রহণ করেছেন প্রয়াত শিল্পী।