হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগের দিনই চিরছুটিতে সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। বৃহস্পতিবার রাত ৯টা ২২ মিনিটে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকবে তাঁর মরদেহ। তারপর দেহ নিয়ে যাওয়া হবে বালিগঞ্জের বাড়িতে। আজই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
একসপ্তাহ লড়াইয়ের পর জীবনযুদ্ধে হার মানলেন সুব্রত মুখোপাধ্যায়, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫
সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবিহ্বল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি অনেক দুর্যোগ দেখেছি। কিন্তু সুব্রতদার মৃত্যু আমার কাছে অনেক বড় দুর্যোগ। আমি কিছু বলার মত পরিস্থিতিতে নেই। সুব্রত দার মরদেহ আমার পক্ষে দেখা সম্ভব নয়"।